দেশ

‘‌পিএম নরেন্দ্র মোদি’‌ বায়োপিকের ৪ প্রযোজককে নোটিস কমিশনের

নয়াদিল্লিঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি বায়োপিক ‘‌পিএম নরেন্দ্র মোদি’‌-র চার প্রযোজককে নোটিস পাঠালো নির্বাচন কমিশন। মঙ্গলবারই এই নোটিস পাঠিয়েছেন কমিশন। কংগ্রেস এবং সিপিএম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে জানায় যে এ বছরের লোকসভা নির্বাচন চলাকালীনই মোদিকে নিয়ে এই বায়োপিক মুক্তি পাচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যের জন্যই ছবিটি তৈরি করানো হয়েছে। গত সপ্তাহেই ছবিটির ট্রেলার মুক্তি পায়। এই অভিযোগের পরই নির্বাচন কমিশন নোটিস পাঠায় ছবির প্রযোজকদের। ছবিতে প্রযোজনা করেছিলেন সুরেশ ওবেরয়, সন্দীপ সিং, আনন্দ পণ্ডিত এবং আচার্য মণিশ। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৫ এপ্রিল। কিন্তু পরে তারিখ বদলে তা ১২ এপ্রিল করা হয়।