জেলা

সিকিমের নাথুলায় আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটককে উদ্ধার করল সেনা

সিকিমঃ সিকিমের নাথুলায় প্রবল তুষারপাতের জেরে আটকে পড়লেন প্রায় ১৫০০ জন পর্যটক। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাহাড়ের কোলে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন দেশের বিভিন্ন রাজ্য থেকে ডিসেম্বরের সিকিম দেখতে যাওয়া মানুষ। তাঁদের প্রত্যেককে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে এল ভারতীয় সেনা। পূর্ব সিকিমে নাথু লা থেকে তাঁদের উদ্ধার করেছে সেনাবাহিনীর বিশেষ দল। নাথু লা এবং ১৩ মাইলের মাঝের একটি জায়গায় একাধিক হোটেল ও হোম স্টেতে আটকে পড়েছিলেন এই দেড় হাজার পর্যটক। এর মধ্যে রয়েছেন অসংখ্য শিশু ও মহিলাও। শনিবার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, প্রত্যেককে নিরাপদ জায়গায় সরিয়ে আনা সম্ভব হয়েছে। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে অভিযান চালায় সেনাবাহিনী। রাস্তার বরফ পরিষ্কার করে ৩০০ গাড়ি করে ওই পর্যটকদের সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেককে দেওয়া হয়েছে ঠাণ্ডার পোশাক, শুকনো খাবার ও ওষুধ। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ৫৭০ জন পর্যটককে ১৭ মাইলের সেনা ছাউনিতে রাখা হয়েছে। আর্থমুভার দিয়ে রাস্তা থেকে বরফ পরিষ্কার করার কাজ শুরু করেছে সেনা। রাস্তায় বরফ জমে যাওয়ায় পর্যটকদের আপাতত নাথুলা যাওয়ার পারমিট দেওয়া বন্ধ করেছে সেনা। সেনাবাহিনীর তরফে এও জানানো হয়েছে, ৩০টি শিশুর জন্য বেবি ফুডেরও পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার হওয়া পর্যটকদের শনিবার ওখানেই রাখা হবে। তারপর রবিবার সকালে রওনা দেবে নিউ জলপাইগুড়ি ও বাগডোগরার উদ্দেশে।