দত্তপুকুরে ট্রেন অবরোধ, বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল
Posted onAuthorবঙ্গনিউজComments Off on দত্তপুকুরে ট্রেন অবরোধ, বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল
উত্তর ২৪ পরগণাঃ উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে ট্রেন অবরোধ। আজ সন্ধ্যা থেকে সেখানে শুরু হয়েছে অবরোধ। তার জেরে বনগাঁ শাখায় ট্রেন চলাচল কার্যত বন্ধ। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন। তীব্র ভোগান্তির সম্মুখীন যাত্রীরা।