গ্রহণ শুরু হবে রাত ১০টা ৩৭ মিনিটে আর শেষ হবে রাত ২টো ৪২ মিনিটে
কলকাতাঃ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে শুক্রবার। পশ্চিমবঙ্গ সহ দেশের সব জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে। গ্রহণ শুরু হবে রাত ১০টা ৩৭ মিনিটে। শেষ হবে রাত ২টো ৪২ মিনিটে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, চলতি বছরে এমন চারটি চন্দ্রগ্রহণ হবে। এটি তার প্রথম গ্রহণ। বাকিগুলি হবে ৫ জুন, ৫ জুলাই, ৩০ নভেম্বর। তিনি জানিয়েছেন, খালি চোখে এই গ্রহণ বোঝা কঠিন হবে। কারণ এই গ্রহণের সময় চাঁদ পৃথিবীর উপচ্ছায়া অঞ্চল দিয়ে যাবে। প্রতীকী ছবি।