জেলা

একাদশ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রামবাসীদের গণপিটুনি পুলিস কর্তাকে

বসিরহাট: একাদশ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক পুলিস কর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গতকাল বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এমসিএইচ হাই স্কুলের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যাহয় মোহনপুর এমসিএইচ হাইস্কুলে ছাত্র যুব উৎসব ২০১৯-২০ অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে হাড়োয়া থানার গোপালপুর ক্যাম্পের এক পুলিসকর্তা ডিউটিরত অবস্থায় ছিলেন। অভিযোগ সেসময়েই জাহাঙ্গীর হোসেন গাজি নামক ওই এএসআই ওই স্কুলেরই দুই ছাত্রী ১৭ বছরের সঞ্চিতা রায় ও ১৬ বছরের পম্পা সর্দারকে কুপ্রস্তাব ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্ত ওই পুলিস কর্তাকে ক্লাসরুমে আটকে বেধড়ক গণপিটুনি দেয় গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। উত্তেজিত জনতা পুলিসের গাড়িতে আগুনও ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে হাড়োয়া ও মিনাখাঁ থানার বিশাল কামব্যাট ফোর্স ও পুলিসবাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থলে গিয়েছিলেন মিনাখাঁ এসডিপিও। তবে এই ঘটনা পূর্ব-পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখছে পুলিস। এমনকি ওই পুলিস কর্তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে কিনা সেটাও তদন্তে করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিস। ওই দুই ছাত্রী ও তাঁদের পরিবারের তরফ থেকে থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। জখম অবস্থায় পুলিস কর্তা জাহাঙ্গীর আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।