আজ নেতাজির জন্মবার্ষিকী ৷ তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ৷ নেতাজির জন্মবার্ষিকীতে দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করে বাংলায় টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ টুইটবার্তায় লেখেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই। তিনি আমাদের সর্বাধিক প্রিয় জাতীয় নায়কদের একজন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব । তাঁর ডাকে লাখ লাখ ভারতবাসী নিজেদের সর্বস্ব পণ করে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাঁর সাহস ও স্বদেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করে৷” নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নেতাজির বাবা জানকীনাথ বসুর পুরোনো ডায়েরির পাতার প্রতিলিপির ছবি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ টুইটবার্তায় লেখেন, “১৮৯৭ সালের ২৩ জানুয়ারি জানকীনাথ বসু তাঁর ডায়েরিতে লিখেছেন দুপুরবেলা এক পুত্র সন্তানের জন্ম হল ৷” জানকীনাথ বসুর লেখা এই অংশটুকু উল্লেখের পর মোদি লিখেছেন, “তাঁর সেই পুত্রই একজন নির্ভীক স্বাধীনতা সংগ্রামী হন, যিনি তাঁর সমস্ত জীবন দেশের জন্য নিয়োজিত করেন ৷ তাঁর জন্মবার্ষিকীতে আমরা তাঁকে গর্বের সঙ্গে স্মরণ করি ৷”