কলকাতা

সব কাউন্সিলর ফের টিকিট নাও পেতে পারেন, ইঙ্গিত তৃণমূল সুপ্রিমোর

সূত্রঃ প্রশান্ত কিশোরের টিম পুর এলাকায় সমীক্ষার পর যাঁদের পাশ মার্ক দেবে, তাঁরা ফের টিকিট পাবেন

কলকাতাঃ বর্তমান কাউন্সিলর হলেও পুরভোটে তিনি যে ফের প্রার্থী হবেন এমন কোনও নিশ্চয়তাই আর রইল না। আজ সব জেলা সভাপতিদের নিয়ে তপসিয়ায় তৃণমূল ভবনে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠকে তিনি প্রকারান্তরে এমন ইঙ্গিতই দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পুরভোটে কে প্রার্থী হল আর কে হল না তা নিয়ে দলের মধ্যে যেন কোনও ঝগড়া না হয়। এ ব্যাপারে জেলা সভাপতি ও জেলার পর্যবেক্ষকদের সতর্ক করে দিয়েছেন দিদি। তিনি পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছেন, পুর ভোটে দল প্রার্থী ঠিক করবে। যোগ্য লোককেই প্রার্থী করা হবে। এ নিয়ে নিজেদের মধ্যে কেউ ঝগড়া-ঝামেলা না করে তা জেলা নেতৃত্বকে সুনিশ্চিত করতে হবে। দলের উপরের সারির নেতাদের কথায়, দিদি-র এই ‘মেসেজের’ মানে পরিষ্কার। এক, বর্তমানে কাউন্সিলর হলেও অনেকে টিকিট পাবেন না। দুই, জেলা সভাপতি ও জেলার পর্যবেক্ষকদের হাতেও টিকিট দেওয়ার সরাসরি কোনও ক্ষমতা থাকছে না। মানে প্রশান্ত কিশোরের টিম পুর এলাকায় সমীক্ষার পর যাঁদের পাশ মার্ক দেবে, তাঁরা ফের টিকিট পাবেন। আর যাঁরা টিকিট পাবেন না, সেখানেও প্রার্থী বাছাইয়ে টিম-পিকের ভূমিকা থাকবে। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৫ ফেব্রুয়ারি ব্লকগুলিতে মানব বন্ধন কর্মসূচি পালিত হবে, ৬ ফেব্রুয়ারি প্রত্যেক ব্লকে মৌন মিছিল করা হবে, ৭ ফেব্রুয়ারি স্ট্রিট কর্নার মিটিং হবে ব্লকগুলিতে এবং ৮ ফেব্রুয়ারি বুথভিত্তিক মিটিং করা হবে।  

ফাইল চিত্র।