দেশ

প্রজাতন্ত্র দিবসের সকালে পরপর ৪টি বিস্ফোরণ অসমে

প্রজাতন্ত্র দিবসের সকালে পর পর চারটি বিস্ফোরণে কেঁপে উঠল অসম ৷ ডিব্রুগড়ের গুরুদ্বারের কাছে একটি বিস্ফোরণ হয় ৷ এর কিছু পরেই গ্রাহাম বাজার এলাকায় 37 নম্বর জাতীয় সড়কের কাছে ফের আরও একটি বিস্ফোরণ ৷ ঘটনাস্থানে পুলিশ ও অন্যান্য আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন ৷ তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ অসমের সোনারি ও দুলিয়াজান এলাকায় আরও দু’টি বিস্ফোরণের খবর সামনে আসে । অসমের ডিজিপি ভাস্কর জ্যোতি মাহান্ত জানিয়েছেন, “আজ সকালে ডিব্রুগড় থেকে আমরা দু’টি বিস্ফোরণের খবর জানতে পারি ৷ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷”