নির্ভয়া কান্ডের চার খুনি-ধর্ষকের ফাঁসি শনিবার হচ্ছে না। দিল্লির একটি আদালত শুক্রবার তাদের ফাঁসির আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে। পরবর্তী আদেশ পর্যন্ত স্থগিত থাকবে ফাঁসি। শনিবার সকাল ৬টায় তিহার জেলে তাদের ফাঁসি হওয়ার কথা ছিল। অন্যদিকে, চার খুনি-ধর্ষকের একজন পবন গুপ্তার আর্জিও ষুক্রবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অপরাধের সময় সে নাবালক ছিল তা নাকচ করার বিরুদ্ধে শীর্ষ আদালতে গিয়েছিল পবন। তার সেই আবেদন নাকচ করেছে কোর্ট। বিচারপতি আর ভানুমতী, বিচারপতি অশোকভূষণ, বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ এদিনই আলাদা কক্ষে এই আবেদন শুনেছে। তাঁরা বলেছেন, আগে তথ্যপ্রমাণের ভিত্তিতে যে রায় দেওয়া হয়েছে তা পুনর্বিবেচনা করা যাবে না। এছাড়া, আরেক অপরাধী বিনয়ের প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতির কাছে রয়েছে। আইন অনুসারে রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি নাকচ করার ১৪ দিনের মধ্যে ফাঁসি দেওয়া যায় না।