কলকাতা

‘রাজ্যপাল রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বলছেন, তাহলে জামিয়া নিয়ে কিছু বলছেন না কেন?’, কটাক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যের

কলকাতাঃ রাজ্যপাল রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বলছেন। তাহলে জামিয়ার ঘটনা নিয়ে কিছু বলছেন না কেন? কোথায় আইন-শৃঙ্খলা নেই? সেটা রাজ্যপাল-ই বলুন।” এবার আন্তর্জাতিক নারী দিবসে শ্রদ্ধানন্দ পার্ক থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হাতে হাঁড়ি নিয়ে হাঁটার কর্মসূচি নিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও মহিলা কর্মীরা। সেই নিয়েই ছিল আজ সাংবাদিক বৈঠক। সেখানেই রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘জামিয়ার ঘটনা অসাংবিধানিক ঘটনা। একটা পিস্তল নিয়ে যাচ্ছে একজন। আর পুলিস কিচ্ছু করছে না।’ এরপরই এই প্রসঙ্গ টেনে রাজ্যপালকে একহাত নেন চন্দ্রিমা। একইসঙ্গে এদিন বিজেপির অভিনন্দন যাত্রায় গিয়ে সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ দেখানোর জন্য কলেজছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্তকে বাহবা দেন তিনি। বলেন, ‘এই মেয়ের সাহস আছে।’ পাশাপাশি, কড়া সমালোচনা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিজেপি অভিনন্দন যাত্রা নিয়ে তৃনমূল মহিলা কংগ্রেস সভানেত্রী বলেছেন, দীলিপ ঘোষ যা দেখাচ্ছেন,যা বলছেন বাংলার সংষ্কৃতি তা মানায় না।মহিলাদের উপর আক্রমণ না করে ভাত দিন। অভিযোগ, গতকাল বিজেপির অভিনন্দন যাত্রায় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ দেখাতে গিয়ে গেরুয়াবাহিনীর হাতে হেনস্থার শিকার হন সুদেষ্ণা। তাঁকে অশ্লীল শব্দ বলা হয়। ছিঁড়ে দেওয়া হয় পোস্টার। গালিগালাজ করা হয়।