কলকাতা

শ্যামবাজারে যানজট সামলাতে ডিসি ট্রাফিকের নেতৃত্বে স্পেশাল টিম

টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়েছে। ব্রিজ সংলগ্ন এলাকায় যানজট সামলাতে ডিসি (ট্রাফিক) রূপেশ কুমারের নেতৃত্বে একটি স্পেশাল টিম তৈরি করল লালবাজার। আপাতত এই টিমে ১৫ জন সার্জেন্ট, ৪ জন ইন্সপেক্টর রয়েছেন। ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়রি পর্যন্ত এই টিম কাজ করবে। কলকাতা পুলিসের মূলত ওয়্যারলেস, কমব্যাট, আর এফ, ব্রিগেড হেডকোয়ার্টার, ব্যাটালিয়ন থেকে সার্জেন্ট, ইন্সপেক্টরদের নিয়ে এই টিম তৈরি করা হয়েছে। ট্রাফিক আওয়ারের বাইরে শ্যামবাজার ট্রাফিক গার্ড এলাকায় ট্রাফিক পুলিস মোতায়েন থাকবে। পরিস্থিতি সামলাতে তিনটে শিফটে এখানে ট্রাফিক পুলিস মোতায়েন করা হবে। এদিকে, ব্রিজ ভাঙার কাজ শুরু হতেই উত্তর ও দক্ষিণ কলকাতাগামী বাস মিনিবাস সহ সমস্ত যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে যানজটের আশঙ্কা থাকছে। মূলত যানজট সামাল দিয়ে উত্তর কলকাতাকে স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ওই তল্লাটে আরও রদবদল হতে পারে বলে জানা গিয়েছে।