কৌতুক অভিনেতা কুণাল কামরা ও সিনিয়র সাংবাদিক ও টিভি সঞ্চালক অর্ণব গোস্বামীর ঘটনার সূত্রপাত হয় কিছু সপ্তাহ আগেই। অর্ণব গোস্বামীকে প্রশ্ন করার জন্য কুণাল কামরাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, গো এয়ার এবং স্পাইস জেট বিমান সংস্থা। কুনাল কামরার প্রতি সংহতি জানাতে অভিনব প্রতিবাদে নামলেন বলিউড চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। দমদম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সূচনা করতে কলকাতা এসেছিলেন অনুরাগ কাশ্যপ। তিনি বলেন, ‘প্রয়োজন হলে ভোর ৪টেয় ঘুম থেকে উঠবো কিন্তু ইন্ডিগোর ফ্লাইটে যাব না।’ ভিস্তারার ফ্লাইট নেওয়ার জন্য ভোর চারটেয় উঠতে হয়েছে তাঁকে। পরে টুইট করেও বিষয়টি জানান পরিচালক। এক সংবাদমাধ্যমকে অনুরাগ এই বিষয়ে জানান, ‘প্রথমে ইন্ডিগোর বিমান বুক করা হয়েছিল আমার জন্য। দমদমে একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য। কিন্তু কামরাকে ব্যান করায় আমি কর্ত্বপক্ষদের জানাই ইন্ডিগোর বিমানে যাব না। আমি তাঁদের বলি কুণালকে যে যে বিমান সংস্থা বাতিল করেছে সেইসব বিমানে চড়ে কোনও জায়গায় যাব না আমি। কারণ কুণালকে বিনা কারণেই ব্যান করা হয়েছে।’ অনুরাগ আরও জানান, ‘এটা নিয়ে আমি কিছুই করতে পারব না। এর জন্য কিন্তু কিছুই করতে পারব না আমরা। কিন্তু নিজের অবস্থান স্পষ্ট করার জন্য এটা করেছি। ইন্ডিগোর বিমানে যাতায়াত করব না আমি। ভিস্তারা করেই যাতায়াত করব। আমাকে কিন্তু ভিস্তারার বিমান ধরার জন্য ভোর চারটের সময় উঠতে হয়েছি, তাতেও আমি রাজি হয়েছি। শুধুমাত্র ইন্ডিগোকে প্রত্যাখ্যান করার জন্য এটাই করেছি।’ কুনাল কামরা সাংবাদিক অর্ণব গোস্বামীর সঙ্গে ‘অভব্য’ আচরণ করার ভিডিও প্রকাশ্যে আসতেই কুনালের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেয় একাধিক বিমান সংস্থা। অর্ণবের ঘটনায় শুধুমাত্র ইন্ডিগো নয় এয়ার ইন্ডিয়া এবং স্পাইস জেটও কুণালের বিমান পরিষেবায় বিধিনিষেধ করেছে। এরই মধ্যে ইন্ডিগো বাদে কুনালকে বাকি বিমান সংস্থাগুলি ব্যান করায় বিতর্ক শুরু হয়েছে। এরই মাঝে কিছুদিন আগেই কুণাল ইন্ডিগো বিমান সংস্থাকে আইনি নোটিস পাঠিয়েছেন বলেও জানা গিয়েছে। মানসিকভাবে তাঁকে হেনস্থার জন্য ক্ষতিপূরণ হিসেবে ২৫ লক্ষ টাকা চেয়েছেন তিনি। নোটিসে কুনাল ইন্ডিগো কর্তৃপক্ষকে জানিয়েছেন, যত শীঘ্র সম্ভব এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং তাঁর কাছে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া হোক। তিনি আরও দাবি করেছেন, ক্ষতিপূরণের টাকা তাঁর অ্যাকাউন্টে যেন পাঠিয়ে দেওয়া হয়। তিনি যে মানসিকভাবে হেনস্থা হচ্ছেন তার জন্যই এই টাকা দাবি করেছেন তিনি। আরও বলেছেন, তাঁকে যারা নিষিদ্ধ করেছেন তাদের বিরুদ্ধেও আইন পদক্ষেপ নেবেন তিনি।