‘বিজেপি নানাভাবে ভয় দেখাচ্ছে, কুৎসা করছে। আর সিপিএম-কংগ্রেস ঘোলা জলে মাছ ধরতে নেমেছে’
রানাঘাটঃ আজ রানাঘাটে সিএএ–বিরোধী বিশাল জনসভায় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, ‘ভাত চাই, সিএএ-এনআরসি চাই না’, এই স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস আট মার্চ তৃণমূলের মহিলা সমিতির সদস্যরা মাথায় ভাতের হাঁড়ি নিয়ে মিছিল করবেন। তিনি এও বলেন, এনআরসি, এনপিআর, সিএএ রাজ্যে তিনি কখনও করতে দেবেন না বলে ফের স্পষ্ট করে জানিয়ে মমতা বললেন, ‘আমি আন্দোলন থেকে জন্মেছি, আন্দোলনেই মৃত্যু হবে। আই কিছুতে ভয় পাইনা। এক ইঞ্চি জমি বিনা যুদ্ধে দেব না।’ এই সংক্রান্ত বিষয়ে তাঁর নিজের মুখে বলা কথা ছাড়া কেউ তাঁর ছবি দেখিয়েও কিছু জানতে চাইলে তা বিশ্বাস না করতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগে কর্নাটকে অনুপ্রবেশকারী অভিযোগে, মালদার কয়েকজন শ্রমিককে গ্রেপ্তার করেছে কর্নাটক পুলিস। সেই প্রসঙ্গ উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘দিল্লি, উত্তর প্রদেশ, কর্নাটকে যাওয়া বাঙালিদের অনুপ্রবেশকারী নাম দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা বাংলার অপমান।’ এনআরসি আতঙ্কে রাজ্যে ৩০ জন এবং অসমে ১০০ জনের মৃত্যুর খবর জানিয়ে তাঁর মন্তব্য, ‘বিজেপি নানাভাবে ভয় দেখাচ্ছে। কুৎসা করছে। আর সিপিএম-কংগ্রেস ঘোলা জলে মাছ ধরতে নেমেছে।’ বনগাঁ এবং রানাঘাট, দুজায়গার জনসভাতেই শাহিনবাগ, জেএনইউ-তে গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথ, অনুরাগ ঠাকুর, পরবেশ ভার্মার প্রতিবাদীদের গুলি করে মারার হুমকির কড়া সমালোচনা করেছেন। তাঁর প্রশ্ন, বিজেপিশাসিত উত্তরপূর্বের রাজ্যগুলির সরকাররা যখন সেখানে সিএএ, এনআরসি লাগু হবে না বলে সাফ জানিয়েছেন তখন কেন সারা দেশে তা লাগু করতে চাইছে কেন্দ্র।