কৃষ্ণনগরঃ ‘সব কিছু বেচে দিচ্ছে বিজেপি। এয়ার ইন্ডিয়া-রেলের ১০০ শতাংশ বিক্রি করে দিচ্ছে। বাজেটে রেশন ও শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে’। ফের কৃষ্ণনগরের বিশাল জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কৃষ্ণনগরে একটি জনসভায় গিয়ে মুখ্যমন্ত্রী ফের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তোপ দাগেন মোদি সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, ‘সকালে, দুপুরে, বিকেলে, রাতে এক একরকম কথা বলছে বিজেপি। নেতা মন্ত্রীদের কথার মধ্যে কোনও যোগসূত্র নেই। প্রত্যেকেই এক একরকম কথা বলছেন। একজন বলছেন, এনআরসি হবে না। আরেকজন বলছেন, এনআরসি হবে। এনআরসি নিয়ে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে। আমি বলছি, এরাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি হবে না।
কাগজ দেখতে চাইছে। কাগজ না দেখাতে পারলেই ঘ্যাচাং ফু। আগে নিজেরা জন্মের সার্টিফিকেট দেখাক। তাঁদের বাবা মায়ের জন্মের সার্টিফিকেট দেখাক। তারপর লোককে প্রমাণ দেখাতে বলবে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আমরাই প্রথম সরব হই। আমরা সব মানুষকে নিয়ে চলি। মানুষে মানুষে বিভাজন তৈরি করি না।’ এদিন জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবাদীদের গুলি করে মারার কথা বলছে বিজেপির মন্ত্রীরা। সাংবিধানিক পদে থেকে কী করে এমন ভাষণ দিতে পারেন তাঁরা? দিল্লিতে হেরে ভুত হবে, তবু লজ্জা নেই। দিল্লি–উত্তরপ্রদেশে প্রতিবাদীদের ওপর গুলি চালাচ্ছে। নির্বাচন এলেই পাকিস্তানের কথা বলতে শুরু করে। বিজেপি না করলে রীতিমতো সাধারণ মানুষ ভয় দেখানো হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে।’ গান্ধীজি বিতর্কে মমতা বলেন, ‘গান্ধীজিকে যারা হত্যা করেছে, তাদের বীরের সম্মান দিচ্ছে বিজেপি।’