জিতে ফিরতেই নিশানায় আপ বিধায়ক
নয়াদিল্লিঃ এদিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য দিল্লি নির্বাচনে জয়ী হয় আপ। ভোটের গণনা শেষ হতে না হতেই আম আদমি পার্টির বিধায়ক নরেশ যাদবের কনভয়ে হামলা । তাঁর কনভয় লক্ষ্য করে গুলি চালানো হয় । মৃত্যু হয় আম আদমি পার্টির এক কর্মীর । আহত হয়েছেন আরও একজন । গতকাল বিধান সভা নির্বাচনে আম আদমি পার্টির নরেশ যাদব ১৮১৬১ ভোটের ব্যবধানে বিজেপি নেতা কুসুম খাতরীকে পরাজিত করেন। মঙ্গলবার ভোটে জেতার পর নরেশ যাদব দলের কর্মীদের নিয়ে একটি মন্দির যান। সেখান থেকে ফেরার সময় রাতে তাঁর কনভয়ে হামলা চালানো হয় । গুলিবিদ্ধ হয়ে অশোক মান নামে এক আম আদমি পার্টি-র কর্মীর মৃত্যু হয়েছে । আম আদমি পার্টি-র তরফে টুইট করে একথা জানানো হয় । টুইটে তাদের তরফে লেখা হয়, “আজ আমরা আমাদের পরিবারের এক সদস্যকে হারালাম । আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি ।” অন্যদিকে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছে উল্লেখ করেছেন নরেশ যাদব । তিনি বলেন, “কী কারণে এই হামলা চালানো হয়েছে তা আমি জানি না । প্রায় আট রাউন্ড গুলি চালানো হয়েছে । যদি পুলিশ সঠিকভাবে তদন্ত করে তাহলে তারা হামলাকারীদের চিহ্নিত করতে পারবে বলে আমি মনে করি ।”