মমতার স্বপ্নের ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে ব্রাত্য় নিজেই
কলকাতাঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার রেলমন্ত্রী পীযুষ গোয়েলের হাত ধরেই নয়া সূচনা কলকাতার বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর। উদ্বোধনে থাকছেন রেলমন্ত্রী, থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজ্যের কয়েকজন মন্ত্রীও আমন্ত্রণ পেয়েছেন । কিন্তু আমন্ত্রণ পাননি মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতেই এই উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতিতে জোর জল্পনা। মেট্রোর তরফে জানানো হয়েছে, রেলমন্ত্রী পীযূষ গোয়ালের নির্দেশে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করতে যাওয়া হয়। আজ সকালে মন্ত্রী ফোন করে সশরীরে গিয়ে নিমন্ত্রণ করতে বলেন মুখ্যমন্ত্রীকে। তাঁর সচিব আমন্ত্রণের চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছেন বলেও দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ। এদিকে মেট্রো রেল দাবি করলেও কার্ডে আমন্ত্রিতদের তালিকায় নাম নেই মুখ্যমন্ত্রীর। কার্ডে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর। জানা যাচ্ছে প্রাথমিক ধাপে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চালু করা হচ্ছে এই মেট্রো পরিষেবা। ছয় কিলোমিটার দীর্ঘ নয়া এই মেট্রো লাইনে থাকছে ছয়টি স্টেশন, যথাক্রমে- সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম।
বিশেষ ব্যবস্থা থাকছ ইস্ট-ওয়েস্ট মেট্রোতে
প্ল্যাটফর্মে দুর্ঘটনা এড়াতে বিশেষ স্ক্রিন ডোর, প্রতি কামরায় ডিসপ্লে বোর্ড ও চারটি সিসি ক্যামেরা,বয়স্ক এবং অশক্ত যাত্রীদের জন্য প্রতি স্টেশনে একাধিক লিফট এবং এসক্যালেটর, প্রত্যেক স্টেশনে সুইস সংস্থার বড় ঘড়ি, স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন, প্রতি কামরায় ডিসপ্লে বোর্ড ও চারটি সিসি ক্যামেরা।