বিদেশ

হাইতির পোর্ট-আউ-প্রিন্সের অনাথ আশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৫ শিশু

অনাথ আশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল কমপক্ষে ১৫ জন শিশুর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হাইতির রাজধানী পোর্ট আউ প্রিন্স সংলগ্ন কেনসকফ এলাকায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাইতির রাজধানী পোর্ট আউ প্রিন্স সংলগ্ন কেনসকফ এলাকায় রোজ ম্যারি লুইস নামে একটি অনাথ আশ্রম চালায় পেনসেলভেনিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ন’‌টা নাগাদ আচমকা আগুন লেগে যায় ওই অনাথ আশ্রমে। সেখানে থাকা কিছু শিশু বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও আটকে পড়ে কমপক্ষে ১৫ জন। তাদের মধ্যে দু’‌জন আগুন পুড়ে মারা যায়। আর বাকিরা আগুনের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। ওই অনাথ আশ্রমের এক কর্মচারী লুইস জানান, ‘‌আচমকা বিদ্যুৎ চলে গিয়েছিল। খারাপ ছিল জেনারেটরও। এর ফলে মোমবাতি জ্বালানো হয়েছিল। রাত ন’‌টার সময় আশ্রমের মধ্যে হঠাৎ আগুন দেখতে পেয়ে ছোটাছুটি করতে শুরু করে শিশুরা।’‌