ইন্দ্রনীল সেন, নয়াদিল্লিঃ তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল। আজ দিল্লির রামলীলা ময়দানে তিনি শপথ গ্রহণ করেন ৷ তাঁর সঙ্গে ছ’জন মন্ত্রী শপথ নেন৷ আজ দিল্লির রামলীলা ময়দানে দুপুর ১২টা ১৫মিনিট নাগাদ শপথ নেন অরবিন্দ কেজরিওয়াল ৷ কেজরিওয়ালের সঙ্গে আজ শপথ নেন মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাশ গেহলট, ইমরান হুসেন ও রাজেন্দ্র গৌতম ৷ প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আগেই আমন্ত্রণ জানিয়েছিলেন কেজরিওয়াল স্বয়ং ৷ এ যদিও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না ৷ মোদি নিজের নির্বাচনি আসন বারানসি সফরে গিয়েছিলেন। বিনামূল্যে জনগণের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দিয়েই বাজিমাত করেছেন কেজরিওয়াল। জনগণকে এত সুবিধা দেওয়ার সমালোচনা করেছেন বিরোধীরা। জবাবে কেজরিওয়াল বলেন, ‘পৃথিবীতে যা কিছু অমূল্য, সৃষ্টিকর্তা তা বিনামূল্যেই দিয়েছেন। সরকারি স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেব কেন? হাসপাতালে বিনামূল্যে কেন চিকিত্সা পাবে না মানুষ? কেজরিওয়াল দিল্লিবাসীকে ভালোবাসেন, দিল্লিবাসীও কেজরিওয়ালকে ভালোবাসেন, এই ভালোবাসার কোনো মূল্য হয় না।’ তাঁর কথায়, আমি সকলের মুখ্যমন্ত্রী। সকলের উন্নতিই দিল্লির উন্নতি। ভালোবাসার জন্য যেমন পয়সা লাগে না, একইভাবে বিজলি, পানি, চিকিৎসা, স্কুলের জন্য পয়সা আমি নেব না।’ বক্তৃতা শেষে স্লোগান দেন ‘ভারত মাতা জয়, বন্দেমাতরম।’ গেয়ে ওঠেন ‘হাম হোঙ্গে কামইয়াব’। তাতেও গলা মেলাতে কার্পণ্য করেনি আম আদমি।