সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিগত এক সপ্তাহ ধরে অগ্নিগর্ভ হয়ে ছিল দিল্লি৷ এরইমধ্যে সংশোধিত নাগরিকত্ব আইনে হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট। এই মর্মে আবেদন জানিয়ে ভারতের সর্বোচ্চ আদালতে আবেদন করল রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার। সিএএ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের দফতর জেনেভা থেকে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। এই বিষয়টি নিয়ে বেজায় চটেছে মোদি সরকার। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এদিন বললেন, “নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷ সংবিধান অনুযায়ী, কোনও আইন প্রণয়ন করা হবে কি না তা সংসদের সার্বভৌম অধিকারের অন্তর্ভুক্ত ৷ অন্য কোনও দেশ ভারতের সার্বভৌম ইশুতে হস্তক্ষেপ করার জন্য আদালতের দ্বারস্থ হতে পারে না ৷”