দেশ

বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

অবশেষে আজ দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জে পি নাড্ডার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি। তাঁর যোগদানের পর নাড্ডা অভিনন্দন জানান।  বিজেপি-তে যোগ দিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বললেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কংগ্রেসে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না। কংগ্রেস বাস্তব মানতে পারছে না। আগের কংগ্রেস আর নেই। কংগ্রেসে নতুন প্রজন্মের গুরুত্ব নেই। মধ্যপ্রদেশ সরকারও কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারছে না। প্রধানমন্ত্রী মোদির হাতে দেশের ভবিষ্যত্‍ সুরক্ষিত।’ নাড্ডা বলেন, ‘সিন্ধিয়া দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। বিজেপি গণতান্ত্রিক দল।’ গতকাল হোলির দিনই জ্যোতিরাদিত্যকে সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষ করেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন সিন্ধিয়া।