কলকাতাঃ করোনার জেড়ে রাজ্য নির্বাচন কমিশন আপাতত পুরসভা নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের দফতরে সোমবার পুরভোট নিয়ে স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এ কথা জানান। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দল ভোট পিছিয়ে দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। সে কারণে আপাতত পুরসভার ভোট হবে না বলে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’ তবে ওয়ার্ড পুনর্বিন্যাস সহ ভোটের যাবতীয় প্রস্তুতি চালিয়ে যাওয়া হবে বলে রাজ্য নির্বাচন কমিশনার জানান। ১৫ দিন পরে পরিস্থিতি পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


