হক জাফর ইমাম, মালদাঃ ক্রিয়েশন গ্রুপের তরফ থেকে মালদা জেলার আদিনা এলাকায় দুস্থ মানুষদের বস্ত্র দান শিবিরের আয়োজন করা হয়। এই দিন প্রায় ২০০ অধিক দুস্থ পরিবার গুলির হাতে বস্ত্র প্রদান করা হয়। যদিও ক্রিয়েশন গ্রুপ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা গোটা বছরই সাধারণ মানুষের উন্নয়নমূলক বিভিন্ন কাজ করে আসছেন। এই দিন বস্ত্র দান শিবিরে উপস্থিত ছিলেন ক্রিয়েশন গ্রুপের সদস্য দীপান্বিতা ঝা, মৌসুমির সেনগুপ্ত বসাক সহ সমস্ত সদস্যরা। নতুন বস্ত্র পেয়ে শ্যামল হাঁসদা ও রেশমি টুডুর মত পরিবারগুলির মুখে হাসি। এই মর্মে শ্যামল হাঁসদা সংবাদমাধ্যমকে বলেন আমাদের কথাক্রিয়েশন গ্রুপ স্বেচ্ছাসেবী সংস্থা ভেবেছেন এতে আমরা খুব খুশি আমি ও আমাদে এলাকার তরফ থেকে ক্রিয়েশন গ্রুপের সংস্থার সদস্য কে ধন্যবাদ জানাই।বস্ত্র সিবির অনুষ্ঠানের শেষে ক্রিয়েশন গ্রুপের সদস্যা দীপান্বিতা ঝা সংবাদমাধ্যমকে বলেন এই ধরনের সমাজ কল্যাণ এর কাজ আমরা দীর্ঘদিন থেকে করে আসছি যেমন ঈদের সময় বস্ত্র দান করা হয় আমাদের সংস্থা থেকে তেমনি দুর্গা পুজোর সময় দুস্থদের বস্ত্র দান করে থাকি বেশ কিছুদিন থেকেই আমরা ভেবেছিলাম মালদা জেলার আদিনায় তোদের বস্ত্র দান করব আজ তা সম্পূর্ণ করলাম এই কাজ করে আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা খুবই আনন্দিত।