নয়াদিল্লিঃ নোভেল করোনা ভাইরাস নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। নয়া নির্দেশিকায় ৬৫ বছরের বেশি বয়স্কদের ঘর থেকে বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ বছরের কম বয়সী শিশুদেরও ঘরে থাকতে বলা হয়েছে। ২২ মার্চ থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে আন্তর্জাতিক উড়ান। বেসরকারি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম চালুর কথাও বলা হয়েছে নয়া নির্দেশিকায়। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল সাংবাদিক সম্মেলনে বলেন, ৬৫ বছরের বেশি বয়স্কদের ঘর থেকে বের হওয়া নিষেধ, ১০ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা। এছাড়া ২২ মার্চ থেকে সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হল সমস্ত আন্তর্জাতিক উড়ান, অন্য দেশ থেকে ভারতে কোনও বিমান আসবে না। তিনি এও বলেন, রোমে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা হবে। অন্যদিকে, বেসরকারি ক্ষেত্রেও ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া রাজ্য সরকারগুলিকে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া পড়ুয়া ও রোগী ছাড়া সমস্ত ‘কনসেশনাল ট্র্যাভেল’ বাতিল করে হল। রেল ও বিমানে এই নিয়ম কার্যকর হবে, বলে তিনি জানান।
এক নজরে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিরের বক্তব্য
৬৫ বছরের বেশি বয়স্কদের ঘর থেকে বের হওয়া নিষেধ
১০ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা
২২ মার্চ থেকে সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হল সমস্ত আন্তর্জাতিক উড়ান
অন্য দেশ থেকে ভারতে কোনও বিমান আসবে না
রোমে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা হবে।
বেসরকারি ক্ষেত্রেও ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ
রাজ্য সরকারগুলিকে বিষয়টি দেখার নির্দেশ
পড়ুয়া ও রোগী ছাড়া সমস্ত ‘কনসেশনাল ট্র্যাভেল’ বাতিল, রেল ও বিমানে এই নিয়ম কার্যকর হবে


