কলকাতা জেলা

আগামীকাল বিকেল থেকে লকডাউন কলকাতা সহ সমস্ত পুরশহর

২৩ মার্চ বিকেল ৫টে থেকে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত লকডাউন

কলকাতাঃ কলকাতা সহ দেশের ৭৫টি জায়গায় সোমবার বিকেল থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত সমস্ত কিছু বন্ধ রাখার প্রস্তাব দেয় কেন্দ্র ৷  নবান্নের তরফে সেই সিদ্ধান্ত নিয়ে গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করে আপাতত ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত লকডাউন বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার ৷ আগামীকাল অর্থা সোমবার বিকেল ৫টা থেকে লকডাউন হয়ে যাচ্ছে কলকাতা-সহ সমস্ত পুরশহরগুলি। ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত থাকবে এই লকডাউন পরিস্থিতি। লকডাউনে মিলবে শুধুমাত্র অত্যাবশ্য়কীয় পণ্য। ছাড় দেওয়া হবে শুধু জরুরি পরিষেবাকে৷ কেন্দ্রের সঙ্গে মুখ্যসচিবদের পরামর্শে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।  কিন্তু সারা দেশে যাত্রীবাহী রেল ও মেট্রো পরিষেবা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলার কোন কোন জায়গা লক ডাউন থাকবে –

১) কোচবিহার- জেলা সদর শহর
২) আলিপুরদুয়ার- জেলা সদর শহর , জয়গাঁ
৩) জলপাইগুড়ি- জেলা সদর শহর
৪) কালিম্পং- জেলা সদর শহর
৫) দার্জিলিং- দার্জিলিং, কর্শিয়াঙ, শিলিগুড়ি
৬) উত্তর দিনাজপুর- পুরো জেলা
৭) দক্ষিণ দিনাজপুর- জেলা সদর শহর
৮) মালদা- পুরো জেলা
৯) মুর্শিদাবাদ- পুরো জেলা
১০) নদিয়া- পুরো জেলা
১১) বীরভূম- সমস্ত পুরসভা এলাকা
১২) পশ্চিম বর্ধমান- পুরো জেলা
১৩) পূর্ব বর্ধমান- জেলা সদর শহর, কালনা, কাটোয়া
১৪) পুরুলিয়া- জেলা সদর শহর
১৫) বাঁকুড়া- জেলা সদর শহর, বরজোড়া, বিষ্ণুপুর
১৬) পশ্চিম মেদিনীপুর- জেলা সদর শহর,খড়্গপুর শহর, ঘাটাল শহর
১৭) ঝাড়গ্রাম- জেলা সদর শহর
১৮) পূর্ব মেদিনীপুর- জেলা সদর শহর , হলদিয়া, দিঘা, কোলাঘাট, কাঁথি
১৯) হাওড়া- পুরো জেলা
২০) হুগলি- জেলা সদর শহর,চন্দননগর, উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর, আরামবাগ
২১) দক্ষিণ ২৪ পরগণা- ডায়মন্ড হারবার, ক্যানিং, সোনারপুর, বারুইপুর, ভাঙড়, বজবজ, মহেশতলা
২২) উত্তর ২৪ পরগণা- সল্টলেক, নিউ টাউন-সহ সমস্ত পুর এলাকা
২৩)কলকাতা- পুরো কর্পোরেশন এলাকা