করোনা ভাইরাসের আতঙ্কের জেরে কলম্বিয়ার রাজধানী বোগোতার এক জেলে ভয়াবহ দাঙ্গার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৮৩ জন।এক ভিডিও বার্তায় মার্গারিটা বলেন, আহত ৩২ জন কয়েদি হাসপাতালে ভর্তি আছে। এছাড়া ৭ জন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। এদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেছেন, আজ একটি গভীর দুঃখজনক ও বেদনাদায়ক দিন। গত রাতে লা মোদেলার কয়েদিরা পালানোর চেষ্টা করে এবং দেশের বিভিন্ন বন্দিশালায় দাঙ্গা হয়। তবে কোন কয়েদি পালাতে পারেনি বলে জানান কাবেলো।


