দেশ

ভোটকর্মীদের খাবারের প্যাকেটেও প্রচার বিজেপির!

বিরোধীদের অভিযোগ, নয়ডাতে ভোটারদের প্রভাবিত করার জন্য অভিনব পন্থা আবিষ্কার করে ফেলেছে গেরুয়া শিবির। কী সেই পন্থা? বিরোধীরা বলছে, ভোটকর্মীদের জন্য যে খাবারের প্যাকেট সরবরাহ করা হয়েছে সেই খাবারের প্যাকেটের মাধ্যমে ভোটপ্রচার করছে বিজেপি। প্যাকেটগুলিতে লেখা রয়েছে নমো। এবং খাবারের প্যাকেটগুলির রংও গেরুয়া। ভোটারদের সামনে দিয়েই ভোটকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই খাবারের প্যাকেটগুলি। বিরোধীদের অভিযোগ, বিজেপির প্ররোচনায় স্থানীয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। যা নিন্দনীয়। এ বিষয়ে গেরুয়া শিবির মুখে কুলুপ এঁটেছে। তবে, বিজেপির প্রভাব খাটানোর এই তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিয়েছে প্রশাসন। তড়িঘড়ি নয়ডা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে নয়ডা পুলিশের এসএসপি বৈভব কুমার বলছেন, ‘খাবারের প্যাকেট নিয়ে বিরোধীরা যে বিজেপির প্রভাবের অভিযোগ তুলছেন তা সম্পূর্ণ ভুল। বিজেপির চাপে পড়ে নমো লেখা প্যাকেটে খাবার দেওয়া হয়নি। আসলে, খাবারগুলি একটি স্থানীয় দোকান থেকে কেনা হয়েছিল। এই সেই দোকানটির নাম নমো। আর ওই দোকানের খাবারের প্যাকেটগুলি গেরুয়া।’ পুলিশের এই সাফাইতেও মন গলছে না বিরোধীদের। তাঁরা এর ভিতরে ষড়যন্ত্র দেখছেন। তাঁরা বলছেন, পুলিশের ওই দোকান থেকে খাবার কেনার আগে খেয়াল রাখা উচিত ছিল, এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে।