কলকাতাঃ আজ লকডাউনের মধ্যেই ক্যাব বুক করে পিকনিক গার্ডেন থেকে সল্টলেকের পিএনবি এলাকায় এসেছিলেন এক যুবতি ৷ রাস্তায় তাঁদের গাড়ি আটকায় পুলিশ ৷ লকডাউনের মধ্যেই কীভাবে অ্যাপভিত্তিক ক্যাব তাঁরা বুক করলেন এবং বাইরে কেন বেরিয়েছেন তা জানার চেষ্টা করছিলেন পুলিশকর্মীরা ৷ পুলিশ তাঁদের আটকালে, গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশকর্মীদের গালিগালাজ করা, ধাক্কাধাক্কি করা ছাড়াও তরুণী হঠাৎই পুলিশ অফিসারের জামায় ঠোঁট ঘোষে দেন। লিপস্টিকের দাগও লাগিয়ে দেন বলে অভিযোগ । এমনকী, কর্তব্যরত পুলিশকর্মীকে গালিগালাজ করেন বলে অভিযোগ ৷ ঘটনায় যুবতি ও তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷