প্রথম দফার লোকসভা ভোটে, কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস, ছাপ্পা ভোট, রিগিংয়ের অভিযোগ এনেছে বিজেপি। প্রথম দফার লোকসভা ভোটে অশান্তি-সন্ত্রাসের অভিযোগে, আগামী সব দফায়, রাজ্যের প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের দাবিতে, মুকুল রায়ের নেতৃত্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ঘরে ঢুকে, তাঁর টেবিলের সামনে বসে বিক্ষোভ দেখাল বিজেপি। মুকুল রায়, অনুপম হাজরার নেতৃত্বে, শুক্রবার বিজেপির কয়েকশো সদস্যের প্রতিনিধি দল, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করতে গেলে, তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে অফিসের সামনে রাস্তায় বসেও বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষকের পদত্যাগও দাবি করেছে বিজেপি।