দেশ

চেন্নাইতেও বাজি থেকে অগ্নিকাণ্ড

এবার চেন্নাইয়ে বাজি থেকে অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটে গতকাল রাতে চেন্নাইয়ের এরনাভর এলাকায়। মোদির ডাকে সাড়া দিয়ে করোনা মোকাবিলায় দেশজুড়ে গতকাল মোমবাতি জ্বালালেন দেশবাসী। শুধু মোমবাতি বা প্রদীপই নয় ফাটল দেদার বাজিও। জানা গিয়েছে গতকাল রাতে বাজি পোড়ানোর সময় কোনওভাবে আগুন লেগে যায় জঞ্জালের স্তুপে। ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সমর্থ হয়। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।