দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে ৩০ জন পুলিশ কর্মী সহ পুলিশকর্তা এখন কোয়ারেন্টিনে রয়েছেন। এই খবরে জোর শোরগোল পড়ে গিয়েছে রাজধানীর বুকে। দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সাব–ইনস্পেক্টরের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার পরেই ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ–পশ্চিম) দেবেন্দর আর্য–সহ ৩০ পুলিশ অফিসার সেলফ–কোয়ারেন্টিনে গেলেন।
জানা গিয়েছে, গত রবিবার ওই এএসআইয়ের রিপোর্ট হাতে পান চিকিৎসকরা। রিপোর্ট দেখে দিল্লি পুলিশকে জানানো হলে, ওই এএসআইয়ের সংস্পর্শে আসা ডিসিপি–সহ সকলকে সেলফ কোয়ারেন্টিনে যেতে বলা হয়। ওই পুলিশকর্মীর সংস্পর্শে এসেছিলেন ডেপুটি কমিশনার–সহ অন্যান্য পুলিশকর্মীরা। ফলে তাঁর থেকেই সংক্রমিত হয়ে এখন সেলফ–কোয়ারেন্টিনে তাঁরা।