আজ লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর ঘোষণার কথা মাথায় রেখেই ৩ মে পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ রাখবে রেল। দেশে ট্রেন চলাচল বন্ধের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়াল রেলমন্ত্রক। তবে পণ্যবাহী ট্রেন আগের মতোই চলবে। কলকাতা মেট্রো-সহ এক্সপ্রেস ও মেল ট্রেন, এমনকী লোকাল ট্রেনও ৩ মে পর্যন্ত চলবে না।



