প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই মদ বিক্রিতে ছাড় দেওয়ারজন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছিলেন। কিন্তু করোনা সংক্রমণ রুখতে দ্বিতীয় দফার লকডাউনের মধ্যেও মদের বিক্রিতে ছাড়পত্র দিল না কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে বন্ধ রাখতে হলা হয়েছে তামাক এবং গুটখার বিক্রিও। দ্বিতীয় দফায় আগামী ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই পর্যায়ের লকডাউনে কী কী বিধিনিষেধ মেনে চলতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। সেখানেই স্পষ্ট বলা হয়েছে, লকডাউন চলাকালীন সমস্ত রকমের মদ, তামাক এবং গুটখার মতো তামাকজাত দ্রব্যের বিক্রি বন্ধ থাকবে। গত শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীদের দাবি ছিল, মদ বিক্রি করে মোটা রাজস্ব আয় হয় রাজ্য সরকারগুলি। এমনিতই লকডাউনের কারণে রাজ্যগুলির আয় তলানিতে ঠেকেছে। এই অবস্থায় মদ বিক্রির ছাড় দিলে রাজ্যগুলির আর্থিক সমস্যার কিছুটা সুরাহা হবে। মুখ্যমন্ত্রীরা অবশ্য সোশ্যাল ডিসটেন্সিং বজায় রেখে মদ বিক্রির পক্ষে সওয়াল করেছিলেন। এমনকী, অসম সরকার তো গত ১৩ এপ্রিল থেকে মদ বিক্রির বিজ্ঞপ্তিও জারি করেছিল। কিন্তু কেন্দ্রের এই নির্দেশের পর বিজেপি শাসিত অসমেও মদ বিক্রি চলবে কিনা, তা নিয়ে সংশয় থাকছেই।লকডাউনে মদ বিক্রি বন্ধ থাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই মদে আসক্ত ব্যক্তিদের মৃত্যুরও খবর মিলেছে। বেশ কয়েকজন আত্মহত্যাও করেছেন।