করোনা পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। করোনায় লকডাউন পরিস্থিতিতে একাদশ শ্রেণির পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়া হবে, বুধবার নবান্নে একথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, উচ্চমাধ্যমিকে বাকি তিন বিষয়ের পরীক্ষা জুন মাসে করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ”মাধ্যমিকের পরীক্ষা হয়ে গিয়েছে। খাতা দেখা চলছে। ফল প্রকাশ করা হবে। উচ্চমাধ্যমিকের বাতি তিন পরীক্ষা জুন মাসে করা হবে। একাদশ শ্রেণির পড়ুয়াদের আমরা পাশ করিয়ে দিচ্ছি। কলেজে একটা করে সেমেস্টার এগিয়ে যাবে। শুধুমাত্র ফাইনাল সেমেস্টারের পরীক্ষা হবে”। এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ”১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে আইসিডিএস কেন্দ্র। ২০-৩০ এপ্রিল মিড ডে মিল দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারও পাঠানো হবে”।


