জেলা

হলদিয়া বন্দরে বসানো হল স্যানিটাইজেশন টানেল

কলকাতার নিউ মার্কেটের পর এবার হলদিয়া বন্দরে করোনা সংক্রমণ থেকে শ্রমিকদের সুরক্ষার জন্য বসানো হল স্যানিটাইজেশন টানেল। বন্দরের মূল প্রবেশপথ জিসি বার্থ গেট সহ তিনটি গেট ও বন্দর হাসপাতালের গেটে বসানো হল টানেল। বন্দরের জেনারেল ম্যানেজার অমল দত্ত জানান, বন্দরের ডক এলাকার বিভিন্ন জায়গায় আরও ১০টি টানেল বসানো হচ্ছে। আপাতত বন্দরে ৬০ শতাংশ কাজ হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ আশপাশের পুর ওয়ার্ড এলাকায় স্যানিটাইজ করারও উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তও হয়ে রয়েছে। তবে কর্মী অভাবে সে কাজ এখনও করা যায়নি।