বাদুড়ের শরীরে করোনা ভাইরাস রয়েছে বলে আগেই জানা গেছিল। ভারতে এই রকম দু ধরনের ভাইরাসের খোঁজ মিলেছে ভারতে। সেগুলি থেকেই মানুষের শরীরে করোনা সংক্রমণ হচ্ছে? এই তত্ত্বে সায় দিচ্ছে না ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। তারা জানাচ্ছে, Sars-CoV-2 বা করোনা ভাইরাস বাদুড় থেকে মানুষের শরীরে সংক্রমণ হতে পারার ঘটনা অত্যন্ত বিরল। হাজার বছরে একবার। আইসিএমআর-এর বিজ্ঞানীদের কথায়, ‘করোনা ভাইরাস বাদুড়ের শরীরে রয়েছে। চিনের গবেষণায় আমরা জানতে পেরেছি। বাদুড় যে ধরনের করোনাভাইরাসের বাহক তার থেকে Sars-CoV-2 অনেকটাই আলাদা। জিনের গঠনের বদল ঘটিয়ে এই ভাইরাস আরও বেশি সংক্রামক হয়ে উঠেছে। এমন হতেই পারে বাদুড়ের মধ্যেই বারে বারে মিউটেশন হয়েছে বা জিনের গঠন বদলে গিয়েছে এই ভাইরাস। এর পরিবর্তিত রূপ হয় বাদুড়ের থেকে সরাসরি মানুষের মধ্যে অথবা মধ্যবর্তী কোনও বাহকের মাধ্যমে মানুষে ছড়িয়েছে। এই মধ্যবর্তী বাহক হতে পারে প্যাঙ্গোলিন। আমরা দেখেছি, দু ধরনের প্রজাতির বাদুড়ের শরীরে করোনা ভাইরাস রয়েছে। কিন্তু তাদের থেকে মানুষের শরীরে সংক্রামিত হওয়ার সম্ভাবনা নেই।’