কলকাতাঃ রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণে আর কারও নতুন করে মৃত্যু হয়নি বলে বৈঠকে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের সংক্রমণ বেড়েছে। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৪ জন। মোট সুস্থ হয়ে হঠেছেন ৫৫জন।বাড়েনি মৃত্যুর সংখ্যা। এই নিয়ে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা রাজ্যে বেড়ে দাঁড়িয়েছে ১৬২। আজ বিকেলে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা।