দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ হাজার ৭৯২। দেশে সুস্থ হয়েছেন ২০১৫ জন। মৃতের সংখ্যা বেড়ে ৪৮৮। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৫২ জন রোগী সুস্থ হয়েছেন। মৃত্যুর ৭৫ শতাংশই ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে দেখা যাচ্ছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেইসঙ্গে ৮৩ শতাংশ ক্ষেত্রে মৃতের শারীরিক কোনও সমস্যা ছিল বলে জানানো হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে একথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত কোভিড ১৯-এ ভারতে মৃত্যুর হার ৩.৩ শতাংশ। মৃতদের বয়স হিসেবে ভাগ করলে দেখা যাচ্ছে ৪৫ বছরের কম বয়সীদের মৃত্যুর হার ১৪.৪ শতাংশ। ৪৫ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার ১০.৩ শতাংশ। ৬১ থেকে ৭৫ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার ৩৩.১ শতাংশ এবং ৭৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার ৪২.২ শতাংশ। অর্থাত্ এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে ভারতে করোনায় মৃত্যুর ৭৫ শতাংশই ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে হয়েছে।’ এদিন লব আগরওয়াল আরও বলেন, ‘ভারতে কোভিড ১৯-এ মৃতদের মধ্যে ৮৩ শতাংশের কো-মর্বিডিটির সমস্যা ছিল। অর্থাত্ এই ৮৩ শতাংশের হৃদযন্ত্রের, শ্বাসযন্ত্রের বা ফুসফুসের সমস্যা ছিল।’