কলকাতা

চালু হল স্নেহের পরশ অ্যাপ

লকডাউন পর্বে ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিক-কর্মচারীদের আর্থিক সাহায্য প্রকল্প ‘স্নেহের পরশ’-এর অ্যাপ চালু হল শনিবার । এদিন নবান্নে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন মুখ্যসচিব রাজীব সিনহা। ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক-কর্মচারীদের আর্থিক দুরবস্থার কথা উপলব্ধি করে শুক্রবারই স্নেহের পরশ প্রকল্পটির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে শ্রমিক­-কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা অনুদান বাবদ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার। কীভাবে মিলবে এই স্নেহের পরশ? মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্য সরকারের যে সমস্ত পোর্টাল এবং ওয়েব সাইট (এগিয়ে বাংলা, জয় বাংলা, বাংলার মুখ প্রভৃতি) রয়েছে, সেখানে স্নেহের পরশ অ্যাপের ই-সার্ভিসে গিয়ে আর্থিক অনুদানের জন্য আবেদন করা যাবে। এ রাজ্যে নিজের ঠিকানা সহ নির্দিষ্ট কিছু তথ্য তাতে দিতে হবে। সেই তথ্য যাচাই করার পরই ওই ব্যক্তির অ্যাকাউন্টে পৌঁছে যাবে আর্থিক অনুদান।