গতকাল উত্তর কাশ্মীরের বারামুল্লার রামপুরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। পাক সেনার ছোঁড়া গুলিতে শহিদ হন দুই ভারতীয় সেনা জওয়ান। আরও একজন সেনা জওয়ান – সহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জখম হন। তাঁদেরও চিকিৎসা চলছে। প্রত্যেকের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। শুক্রবার আচমকাই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। বিকেল সাড়ে তিনটে নাগাদ ছুঁড়তে শুরু করে মর্টার এবং গুলি। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। বেশ কিছুক্ষণ চলা গুলির লড়াইতে বেশ কয়েকজন ভারতীয় সেনা জখম হন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হল না। হাসপাতালে প্রাণহানি হয় ২জনের। শহিদ দুই জওয়ানের নাম হাবিলদার নারায়ণ সিং এবং নায়ক প্রতাপ ভাট। চারজন স্থানীয় বাসিন্দা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।


