দেশ

ঢালাই মেশিনের ভিতরে লুকিয়ে মহারাষ্ট্র থেকে লখনউ ফেরার পথে আটক ১৮জন পরিযায়ী শ্রমিক

সিমেন্টের ঢালাই মেশিনের ভিতর লুকিয়ে মহারাষ্ট্র থেকে উত্তর প্রদেশের লখনউ ফেরার চেষ্টা করছিলেন ১৮জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। পুলিশ সূত্রে খবর, ইন্দোর জেলার সীমানার কাছে চেক পোস্টে ওই সিমেন্ট মিক্সারের ট্রাকটা রুটিন পরীক্ষার জন্য থামান কর্তব্যরত পুলিশকর্মীরা। সেসময় ট্রাকচালকের আচরণ দেখে সন্দেহ হওয়ায় তাঁরা মিক্সারের ঢাকনা খুলতেই সেখানে শ্রমিকদের দেখতে পান। ইন্দোরের ডিএসপি উমাকান্ত চৌধুরি বলেছেন, ট্রাক আটক করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শ্রমিকদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।