একজনকে ২ বোতলের বেশি নয়
কলকাতাঃ সোমবার শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। আর এবারের গাইডলাইনে সব মদের দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত গ্রিন ও অরেঞ্জ জোনে মদের দোকান খোলা যাবে। দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত রাজ্যে খোলা থাকবে মদের দোকান। তার মধ্যেই মদ কিনতে পারবেন ক্রেতারা। তবে কেনাবেচার জন্য নির্দিষ্ট নির্দেশিকা জারি করল রাজ্যের আবগারি দপ্তর। সেই নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে তবেই মিলবে মদ। সংক্রামক এলাকায় (কন্টাইনমেন্ট জোন) কোনওভাবেই দোকান খোলা যাবে না বলে কড়া নির্দেশ প্রশাসনের। এদিন রাজ্যের তরফ থেকে দেওয়া নির্দেশিকা অনুযায়ী, সংক্রমণ ছড়িয়েছে এমন এলাকায় কোনও মদের দোকান খোলা যাবে না। এই বিষয়ে আবদাগরি দফতর ও সংশ্লিষ্ট জেলা প্রশাসন বিশেষ নজরদারি চালাবে। কোনও শপিং মল বা শপিং কমপ্লেক্সের ভিতরে থাকা মদের দোকান খোলা যাবে না। কোনও বার, ক্লাব বা হোটেলের সঙ্গে থাকা মদের দোকান খোলা যাবে না। কোন কোন দোকান খোলা যাবে সেই তালিকা জেলাশাসক ও পুলিশ সুপারের হাতে তুলে দেবে আবগারি দফতর। ভিড় যাতে না বাড়ে, সেদিকেও নজর দিতে বলা হয়েছে। তবে, এদিন রাজ্য সরকারের তরফ থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হল।
বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে –
🔵 সংক্রামক এলাকায় (কন্টাইনমেন্ট জোন) কোনওভাবেই কোনও মদের দোকান খোলা যাবে না।
🔵 অন্যান্য জোনে দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান।
🔵 শপিং মল, মার্কেট কমপ্লেক্স অথবা ক্লাবের মধ্যে থাকা মদের দোকান বন্ধই থাকবে।
🔵 সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের অনুমোদন সাপেক্ষে খুলতে হবে দোকান।
🔵 মদের দোকানে রাখতে হবে স্যানিটাইজার, মাস্ক ছাড়া মদ মিলবে না।
🔵 এক সময়ে ৫ জনের বেশি লাইনে দাঁড়াতে পারবেন না, প্রত্যেকের মধ্যে ন্যূনতম ৬ ফুট দূরত্ব রাখতে হবে।
🔵 দোকানের সামনে মদের দামের তালিকা ঝোলাতে হবে।
🔵 একজন ক্রেতা একসঙ্গে ২টির বেশি মদের বোতল কিনতে পারবেন না।
লক ডাউনের জেরে এতদিন পর মদের দোকান খোলায় সুরাপ্রেমীদের ভিড় যে সেখানে উপচে পড়বে, সেই আশঙ্কা রয়েছে। তাই পুলিশকে বারবার সতর্ক থাকতে বলা হয়েছে। যে কোনও জায়গায় ভিড় হলে, পুলিশ যেন তা সামলানোর জন্য আগাম যথাযথ প্রস্তুতি নিয়ে রাখে, সেই নির্দেশ দেওয়া হয়েছে।


