দেশ

বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে উদ্যোগী কেন্দ্র, ৬৪ টি বিমানে দেশে ফিরবে ১৪ হাজার ৮০০

নয়াদিল্লিঃ বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। বিমানে ওই ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। ৬৪টি বিমানে ফিরিয়ে আনা হবে ১৪ হাজার ৮০০ জনকে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে আসবে ১০টি বিমান। আরব থেকেই সবচেয়ে বেশি সংখ্যায় ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। এছাড়াও আমেরিকা, ব্রিটেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরবের মতো দেশ থেকেও আসবে বিমান। সংযুক্ত আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, বাংলাদেশ, বাহরাইন, কুয়েত ও ওমানকে ১২ টি দেশ থেকে ফিরিয়ে আনার জন্য এয়ার ইন্ডিয়া এবং এর সহায়ক সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিশেষ বিমানের পরিচালনা করে।