জেলা

হুগলির তেলেনি পাড়ার সংঘর্ষে গ্রেপ্তার ১২৯

করোনা আবহের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে হুগলির তেলেনি পাড়া। পাবলিক টয়লেট ব্যবহার নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে চরম পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনায় এখনও পর্যন্ত ১২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী তেলেনিপাড়ার সংঘর্ষ কড়া হাতে মোকাবিলা করার নির্দেশ দিয়েছিল পুলিসকে। সংঘর্ষের ঘটনার জেরে হুগলির চন্দননগর এবং শ্রীরামপুর এলাকায় ইন্টারনেট পরিষেবা এবং কেবল টিভি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যার জেরে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস এবং ওয়ার্ক ফ্রম হোম বন্ধ হয়ে গিয়েছে। যার জেরে সমস্যা বাড়ছে। গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তেলেনি পাড়ার ভিক্টোরিয়া জুটমিল এলাকায় রবিবার রাতে গণ্ডগোল শুরু হয়েছিল। একাধিক দোকান ভাঙচুর করে আগুন ঘরিয়ে দেওয়া হয়। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।