জেলা

বসিরহাটে বোমা সহ গ্রেপ্তার ৩ দুষ্কৃতী

বসিরহাটঃ আজ বৃহস্পতিবার দুপুর নাগাদ ফাঁকা মাঠের একটি গাছ তলায় বোমা বানাতে গিয়ে গ্রামবাসীদের  হাতেনাতে পাকড়াও হয় ৩ দুষ্কৃতী। স্থানীয়দের তাদের হাতে ব্যাগ দেখে সন্দেহ হয়। এরপর ওই দুষ্কৃতীদের প্যাকেটের মধ্যে থেকে বোমা উদ্ধার করেন তাঁরা। দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা হাতেনাতে পাকড়াও করে ফেলে তাদের। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর তাজা বোমা সহ বোমার মসলা ওই ৩ দুষ্কৃতীর বাড়ি হাড়োয়া থানা আমতা খাটটা গ্রামে এলাকায়। এর পিছনে গোষ্ঠী সংঘর্ষ অথবা এলাকায়  আতঙ্ক তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই বোমা বাঁধা হচ্ছিল বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা।  স্থানীয়রা পুলিশকে খবর দিলে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার পুলিশ এসে বোমা সহ ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। বোমা গুলোকে নিষ্ক্রিয় করা হয়।