দেশ

পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে উত্তাল মধ্যপ্রদেশ সীমানা

নেই খাবার। নেই মাথার উপর ছাদ। এমন অবস্থায় বাড়ি ফিরতে চায় দেশের পরিযায়ী শ্রমিকরা। কিন্তু তাতেও তো শান্তি নেই। পরিবহণের অব্যবস্থার অভিযোগ তুলে বিভিন্ন রাজ্যে সরব হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। এ নিয়ে বিভিন্ন রাজ্যে বিক্ষোভও দেখাচ্ছেন তাঁরা। যেমন মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ সীমানায় জাতীয় সড়কে বিক্ষোভে শামিল হয়েছেন ঘরে ফিরতে চাওয়া শ্রমিকরা। অভিযোগ, সীমানা পর্যন্ত মহারাষ্ট্র সরকার পৌঁছে দিলেও মধ্যপ্রদেশ প্রশাসন তাঁদের জন্য কোনও ব্যবস্থাই করছেন না। বিক্ষুদ্ধ শ্রমিকদের অভিযোগ, মহারাষ্ট্রে দীর্ঘদিন ধরে তাঁরা আটকে ছিলেন। কিন্ত ফেরানোর কোনও ব্যবস্থাই করেনি মধ্যপ্রদেশ সরকার। মহারাষ্ট্রের তরফে বাসে করে তাঁদের দুই রাদ্যের সীমানায় পৌঁছে দেওয়া হয়। কিন্তু তারপর ঘরে ফেরার কোনও ব্যবস্থা করা হচ্ছে না।এমনকী, দীর্ঘ সময় তাঁরা খাবার, জল ছাড়া দুই রাজ্যের সীমানায় আটকে ছিলেন। শেষমেষ বিক্ষোভ দেখাতে বাধ্য হন। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, জাতীয় সড়কের ধার ধরে ওঁরা দৌড়চ্ছেন। কেউ কেউ পরিশ্রান্ত হয়ে রাস্তার মাঝেই বসে পড়েছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন মধ্যপ্রদেশ প্রশাসন।