কলকাতা

করোনা জের, এবার কলকাতা হাইকোর্টের আইনজীবীদের পোশাক বিধি বদল

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করোনার জেরে আইনজীবীদের পোশাকের কোড পরিবর্তন করার অনুমতি দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, লকডাউনের কারণে বন্ধ কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে যে লকডাউন শিথিল না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে হাইকোর্ট। কোভিড-১৯ সংক্রান্ত সব মামলাগুলির দেখভাল যে কমিটি করছে তাদের সুপারিশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণ পোশাক নিয়ে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের সব আইনজীবি ও হাইকোর্টের অধীনস্ত সব আদালতকে। প্রধান বিচারপতি জানিয়েছেন, পুরুষ বা মহিলা আইনজীবীরা সম্পূর্ণ সাদা শার্ট বা সালোয়ার কামিজ বা সাদা শাড়ি পড়বেন সঙ্গে সাদা নেক ব্যান্ড থাকবে। কালো কোর্ট পরার দরকার নেই বলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা জানান প্রধান বিচারপতি। এর আগে ভারতের মুখ্য বিচারপতি এস এ বোবদে বুধবার জানিয়েছেন যে বিচাপতি বা আইনজীবীদের কোট বা গাউন পরার দরকার নেই, কারণ তাতে ভাইরাস সহজে ধরে নেয়। এরপরই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকেও এই পোশাক বিধি চালু করা হয়। স্বাস্থ্য বিভাগের নির্দেশ বা পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই পোশাকই বহাল থাকবে। এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায়। এই একই পোশাক পরবেন হাইকোর্টের অন্য কর্মীরাও তবে সেক্ষেত্রে সাদা নেক ব্যান্ড থাকবে না।