কলকাতা

৩ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কাল বাড়ির বাইরে বেরবেন না: মুখ্যমন্ত্রী

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ ঘূর্ণিঝড় আমফানের মোকাবিলায় রাজ্য সরকার সব রকম ভাবে প্রস্তুত রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। নবান্নে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন এর মধ্যেই দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা মিলিয়ে প্রায় ৩ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই চার জেলাতেই সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ, উত্তর ২৪ পরগনায় ৫০ হাজার, পূর্ব মেদিনীপুরের ৪০ হাজার এবং পশ্চিম মেদিনীপুরে ১০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সাইক্লোন সেন্টার গুলিতে বহু মানুষের জমায়েতের কারণে যাতে কোভিড সংক্রমণ ছড়িয়ে না পড়ে তা যতদূর সম্ভব নিশ্চিত করতে মাস্ক ,স্যানিটাইজার মজুত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, পুলিশ প্রশাসনের পাশাপাশি জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী উপকূলবর্তী এলাকাগুলিতে কাজ শুরু করেছে। মুখ্যসচিবের নেতৃত্বাধীন টাস্কফোর্স গোটা পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছে। মুখ্যমন্ত্রী আগামীকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সকলকে বাড়িতে থাকার আবেদন জানিয়েছেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তাঁকে ফোন করেছিলেন বলেও মুখ্যমন্ত্রী জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য কে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামীকাল সারারাত তিনি এবং প্রশাসনের শীর্ষ কর্তারা নবান্নে থেকেই পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন। আমফানের মোকাবিলায় সাধারণ মানুষকে সাহায্য করতে রাজ্য সরকার বিশেষ হেল্পলাইন চালু করেছে । হেল্পলাইন নম্বর গুলি হল – ০৩৩ ২২১৪ ৩৫২৬, ২২১৪১৯৯৫, এছাড়া টোল ফ্রি নম্বর হল ১০৭০।