করোনা ভাইরাসের সঙ্গে বাঁচতে মানুষ অভ্যস্ত হয়ে গেলে জুনেই আন্তর্জাতিক উড়ান শুরু হয়ে যেতে পারে। এই ইঙ্গিতই দিলেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেছেন, ‘অগাস্ট-সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করব কেন? পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, ভাইরাস যদি বোধগম্য হয়, আমরা এটার সঙ্গে বাঁচতে অভ্যস্ত হয়ে পড়ি এবং ব্যবস্থপনা করতে পারি, তাহলে জুনের মধ্য বা জুলাইয়ের শেষেই কেন উড়ান শুরু করব না?’ মন্ত্রী আরও বলেন, আরোগ্য সেতু অ্যাপে যে সব বিমানযাত্রীদের গ্রিন দেখানো হয়েছে তাঁদের আর কোয়ারানটাইন করার প্রয়োজন নেই। বিমানবন্দরে যাত্রীদের আগমন যাতে ঠিকভাবে হয় তা সুনিশ্চিত করবে কেন্দ্র। কিন্তু দিল্লি-হরিয়ানা এবং দিল্লি-উত্তর প্রদেশের সীমানার সমস্যা রাজ্য সরকারগুলিই দেখভাল করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন পুরী।


