পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করল ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি। মন্ত্রিসভার সচিব রাজীব গৌবার নেতৃত্বে বৈঠকে ছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র, বিদ্যুৎ, টেলি-যোগাযোগ, খাদ্য, জল-সহ একাধিক মন্ত্রকের আধিকারিকরা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর অধিকর্তা। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাও। আমফান বিপর্যয়ের ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যে এসে পরিদর্শন করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০০০ কোটি টাকা অগ্রিম সহায়তার ঘোষণা করেছিলেন। সেই টাকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। এদিন বৈঠকে সাহায্যের জন্য কেন্দ্রকে ধন্যবাদ জানান মুখ্যসচিব। তাঁকে আশ্বস্ত করা হয়েছে, দরকারে আরও সহযোগিতা করা হবে। শীঘ্রই ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পাঠানো আসবে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। সংশ্লিষ্ট কেন্দ্রীয় দফতরকে রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখে চলতে এদিনের বৈঠকে নির্দেশ দিয়েছেন রাজীব গৌবা। এর পাশাপাশি বিদ্যুৎ ও টেলি-যোগাযোগ দফতরকে অগ্রাধিকারের ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। মজুত রাখা হয়েছে যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য।
ফাইল চিত্র।