হক জাফর ইমাম, মালদা: লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ মালদা মানিকচকে। ভাংচুর গাড়ি।দুই পক্ষের মোট দুই জন আহত।দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়।ঘটনাটি ঘটেছে মানিকচক থানার বড়োবাগান এলাকায়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ। তৃণমৃল সূত্রে জানাগেছে, এদিন দুপুরে বড়োবাগান এলাকার তৃণমূল নেতা আব্দুল অলিমকে রাস্তায় ঘিরে মারধর সহ খুনের চেষ্টা করে বিজেপির নেতা কর্মীরা।ধারালো অস্ত্রের আঘাতে আগত হয় আব্দুল আলিম।তাকে প্রাণে মারার ছক ছিলো বিজেপির নেতা কর্মীদের।গ্রামবাসীরা ছুটে এলে প্রাণে বাঁচেন তিনি।তৃণমূল নেতা আব্দুল আলিমের এলাকায় ভালো প্রভাব রয়েছে।সেই কারণে তার ওপরে হামলা করে ভোট ছিনিয়ে নিতে চাইছে বিজেপি বলে অভিযোগ।ঘটনা গান্নি শেখ , আক্কাস শেখ সহ পাঁচ জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছে আহত
তৃণমূল নেতা।অন্যদিকে বিজেপির দাবি, রবিবার দুপুরে মালদা জেলা বিজেপির সংখ্যালঘু সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান খান বড়োবাগান এলাকায় কর্মীদের সাথে দেখা করতে যান।অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা হামলা চালায়।বিজেপি নেতাকে বাঁশ, লাঠি দিয়ে মারধরের পাশাপাশি তার গাড়িতে ব্যাপক ভাংচুর করা হয়।কোনোক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন ওই বিজেপি নেতা।ঘটনায় আহত হয় বিজেপির সংখ্যালঘু সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান খান।আব্দুল আলিম , সৌতক শেখ সহ মোট সাত জনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব।দক্ষিণ মালদা কেন্দ্রে বিজেপির জিত নিশ্চিত তাই তৃণমূল সন্ত্রাস করে ভোট নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। ঘটনায় অভিযোগ পালটা অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। মানিকচক গ্রামীন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দুই আহতকেই ছেড়ে দেওয়া হয়।